হঠাৎই চোখ জুড়ে অবরুদ্ধ জল ভেঙে এল সন্ধ্যার। পল্লবের মুখটা মুহূর্তেই যেন পাংশুটে হয়ে এল। যে কথাটি বলতে এসেছিল তা চিরতরে ডুবে গেল মহাসমুদ্রের অতলে। অপ্রতিরোধ্য এক শক্তিতে ভর করে সমস্ত অপ্রকাশিত চাপা বেদনা লুকিয়ে ঠোঁটভরা মৃদু হেসে চিবুক ছুঁইয়ে পল্লব বললো, 'কাঁদছিস কেন! তোর বিয়েটা হয়ে যাচ্ছে, শিগগির আমরাও চলে যাচ্ছি। অভিন্ন সূত্রে কেমন করে যেন দুটো ভগ্নাংশ মিলে গেল দ্যাখ!'
ঐতিহ্য বাংলাদেশের সর্ববৃহৎ সৃজনশীল প্রকাশনা ।
TRAD/DSCC/299373/2019
Visitior Counter
Delete confirmation message
Dont have an account?