ঝুম্পা লাহিড়ীর পুরস্কারপ্রাপ্ত ছোটগল্প সংকলন ‘ইন্টারপ্রেটার অব ম্যালাডিজ’। ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান কথাসাহিত্যিক ঝুম্পা লাহিড়ি ১৯৬৭ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। পরে সেখান থেকে তার পরিবার আমেরিকায় স্থায়ীভাবে চলে আসে। তরুণ বয়সেই ঝুম্পা লাহিড়ির ছোটগল্প ইংরেজিভাষী পাঠকের মনোযোগ আকর্ষণ করে। বাংলা সাহিত্যের সেরা কবি-সাহিত্যিকদের অনেক কবিতা-উপন্যাস ইংরেজিতে অনূদিত হয়েছে; কিন্তু বিদেশে অবস্থান করে অল্প বয়সে উপমহাদেশের অভিবাসীদের জীবনের দ্বন্দ্ব, পিছুটানের পাশাপাশি নতুন পৃথিবীতে খাপ খাওয়ার প্রতিযোগিতাকে ঝুম্পা সূক্ষ্মভাবে ইংরেজি ভাষায় তুলে ধরেন। এই বইটি বিশেষভাবে প্রবাসী ভারতীয়দের অভিজ্ঞতা, সংস্কৃতিগত দ্বন্দ্ব ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা তুলে ধরেছে। ঝুম্পা তার প্রতিভার স্বীকৃতিও পেয়েছেন। তার ছোটগল্প সংকলন ‘ইন্টারপ্রেটার অব ম্যালাডিজ’ তাঁকে ২০০০ সালে পুলিৎজার পুরস্কার এনে দেয়।