শহীদ আখন্দের জীবন ছিল সংগ্রামমুখর, তাঁর সাহিত্যও ছিল একটি সংগ্রাম-৮৯ বছর বয়সে তিনি ২০২৪ সালের ৪ অক্টোবর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন, কিন্তু তাঁর সৃষ্টি আমাদের মাঝে জীবন্ত। তাঁর সামগ্রিক সাহিত্যকর্ম আমাদের এই বার্তা দেয় যে, সাহিত্য কখনো থেমে থাকে না; এটা শুদ্ধ মানুষের সুরের মতো অনন্তকাল বেঁচে থাকে। শহীদ আখন্দের জীবদ্দশায় প্রদত্ত কিছু সাক্ষাৎকার, তাঁর লেখার মূল্যায়ন-গদ্য আর মৃত্যুত্তর শ্রদ্ধালেখন দিয়ে তৈরি হলো এই সংকলনের কাঠামো।