স্বৈরাচারীর পতন হলে তোমারে নিয়া বাড়ি যাবো। আমাদের অন্তর পাখি হয়ে যাবে তখন। মনে হয় তিন শ কিলো দৌড়ায়াই চলে যাবো। গিয়ে দেখবো মা নামাজ পড়তেছে। মার পেছনে বসে আমার হাউমাউ করে কান্না আসবে। এতগুলা জান! এত রক্ত! খুনির পতন হলে ভাইরে নিয়া সারা পাড়া চিৎকার করে দৌড়াব। দৌড়াইতেই থাকব। এত আনন্দে শহীদদের কথা মনে কইরা আমাদের হয়তো আবার কান্না আসবে। এত আনন্দ এত কান্না নিয়া আমরা দৌড়াইতেই থাকব—