বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম অনালোচিত অধ্যায় হচ্ছে মোশতাকের প্রায় তিন মাসের শাসনামল। দেশের রাজনীতির গতিপ্রকৃতির যথাযথ পর্যালোচনার জন্য এই সময়কালের বিশ্লেষণ একান্তভাবে জরুরি। এই নিয়ে আগে কখনো বৃহৎ পরিসরে একক কোনো কাজ হয়নি।
প্রকাশনা সংস্থা ঐতিহ্য’র সহায়তায় এবং হিস্টরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটি সম্পাদনা পর্ষদ-এর মূল উদ্যোগে এই প্রথমবারের মতো ইতিহাসের ওই অনালোচিত অধ্যায় নিয়ে বই প্রকাশিত হচ্ছে। আশাকরি বইটি পাঠকপ্রিয়তা পাবে।