সাক্ষাৎকার,সৈয়দ শামসুল হকের নির্বাচিত সাক্ষাৎকার,সৈয়দ শামসুল হক
সংক্ষেপে এই বই
সৈয়দ শামসুল হক অবিরাম লিখেছেন এবং বলেছেনও। তাঁর লেখা জীবদ্দশায় ও মৃত্যূত্তর প্রায় তিনশত বইয়ে ধরা আছে, ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে তাঁর পঁয়ত্রিশ খণ্ড রচনাসমগ্রও। কিন্তু অদ্যাবধি তাঁর সাক্ষাৎকারের কোনো পূর্ণাঙ্গ বা নির্বাচিত সংকলন প্রকাশিত হয়নি।
এই সংকলনে বিভিন্ন সময়ে নানা পত্রপত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকার একত্র করা গেল। বৈচিত্র্য রক্ষার জন্য কোনো নির্দিষ্ট সময়ক্রমানুসারে সাক্ষাৎকার বিন্যস্ত করা হয়নি। পাঠক তার পছন্দ অনুযায়ী বইয়ের যে কোনো পৃষ্ঠা থেকে পড়া শুরু করে তাদের সৈয়দ হককে আবিষ্কার করবেন এটাই ভালো। কিছু কিছু সাক্ষাৎকারের প্রকাশসূত্র বা কাল উদ্ধার করা যায়নি কিন্তু এসব সাক্ষাৎকারে বলা কথাগুলোর গুরুত্ব অনুধাবন করে এই সংকলনে স্থান করে দিয়েছি।
আনোয়ারা সৈয়দ হক এর অনন্য গল্প ও উপন্যাসের বইগুলো থেকে আপনার পছন্দের বইটি কিনুন। তার লেখার গভীরতা আপনাকে মুগ্ধ করবে, নতুন অভিজ্ঞতা প্রদান করবে,আজই সংগ্রহ করুন!