দেওবন্দের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হুসাইন আহমাদ মাদানির আত্মজীবনী 'নকশে হায়াত' দুই খণ্ডে প্রকাশিত হয় ১৯৫৪ সালে । আদতে আত্মজীবনী হলেও এই বইয়ের সিংহভাগজুড়েই রয়েছে ভারতের সামগ্রিক ইতিহাস। ব্রিটিশ সম্রাজ্যের শুরু থেকে শেষ অবধি শোষণ এবং শাসনের পূর্ণাঙ্গ দলিল হিসেবে ইতিহাসে বইটি চিরস্থায়ী জায়গা করে নিয়েছে।