দুই হাজার বছর ধরে প্রভাব বিস্তার করে চলেছে রোমান দার্শনিক সেনেকার ‘অন দ্য শর্টনেস অব লাইফ’। যা ৪৯ খ্রিষ্টাব্দে পলিনাস নামে একজন রোমান কর্মচারীকে উদ্দেশ্য করে লিখেছিলেন সেনেকা। দার্শনিক সেনেকার জন্ম কর্ডোভাতে। খুব অল্প বয়সে পরিবারের সাথে রোমে চলে আসেন। ছিলেন রোমান সম্রাট নীরুর গৃহশিক্ষক এবং পরবর্তীতে উপদেষ্টা।
বইটি পড়ে সময় ও নিজের জীবনের মূল্য নিয়ে সচেতন হয়েছেন অনেকেই।