কিন্তু বিপুল এখন ঘুম থেকে উঠছে না। যে ভোটের জন্য এতকিছু, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ, সেই ভোট দেওয়ার সুযোগ পেয়েও তার হেলদোল হচ্ছে না কেন? ভোট দিয়ে এসে রান্না, খাওয়ার একটা ব্যাপার আছে। আজ আর কোথাও যাওয়া হবে না। রাতভর রেজাল্ট জানার জন্য জেগে থাকতে হবে। এটা একটা খুব মজার ছিল মোহনার ছোটবেলায়। মা পায়েশ, রুটি, চিকেন অথবা চিংড়ি এসব ফ্রাই করে রাখত। আর চলত চায়ের পর চা। মোহনা কখনো শেষ রাত পর্যন্ত জাগতে পারে নাই। তার পক্ষ ছিল যে হেরে যেত তার পক্ষ। বাবা হারলে বাবার, মা হারলে মায়ের। তবে রেজাল্ট জানতে জানতে তার পরদিন সকাল হয়ে যেত।