বসন্তের শুরুতে যখন পশ্চিমা হাওয়া দিতে শুরু করেছে, জলীয় বাষ্প নেই। খটখটে বৈরী দিনের এক রাতে আমবাগানে বসে তৈরি হলো আমাদের স্বপ্নের সেই কমিটি- 'উত্তরাঞ্চল কো-অর্ডিনেশন কমিটি'। পরদিন এক বন্ধু বিনা পয়সায় লিফলেট ছেপে দিলো। কাজগুলো বেশ দ্রুতই হচ্ছিল। দুদিন পর এক রাতে সারা শহর লিফলেট আর পোস্টারে ছেয়ে গেল। ওই একই রাতে শহরের গুরুত্বপূর্ণ ভবনে, দেওয়াল লিখনও পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ওই শহরের মানুষজন নতুন এক আলোচনার খোরাক পেল যেন।
মোড়ে মোড়ে কানাঘুষা। কারা এরা! নকশাল? আমাদের তিনজনের কাজ হলো শহরের মানুষের প্রতিক্রিয়া লক্ষ করা। যার যার মতো শহরকে চার ভাগ করে চারদিকে ছড়িয়ে পড়লাম। বিভিন্ন মোড়ে মোড়ে, চা-স্টলে, পাড়ার দোকানের সামনে একই রকম ফিসফিস... শহরে নকশাল তৈরি হয়েছে... এবার কিছু একটা হবে! নকশালবাড়ি আন্দোলন সম্পর্কে যারা জানেন তারা শঙ্কিত! আবার একটা ব্লাডশেড আসতে যাচ্ছে... একটা রক্তারক্তি ঘটতে যাচ্ছে...।
মনজুরুল হক এর অসাধারণ বইগুলো এখনই অর্ডার করুন। তার লেখা আপনাকে ইতিহাস, সমাজ ও মানবতাবোধে নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গি উপহার দিবে! আজই সংগ্রহ করুন আপনার কপিটি।